বিরোধের মাঝে, চুপিসারে আসন রফা হয়ে গেল কি!

আসন রফা নিয়ে ৬ সদস্যের একটি দল গঠন করা হল এদিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india alliancee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: খানিকটা চুপিসারেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু করে দিল ডিএমকে। ডিএমকে এমপি কানিমোঝির নেতৃত্বে লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রস্তুতি কমিটির গঠন ঘোষণা করা হল এদিন। ইস্তেহারে কোন বিষয়গুলিকে দল গুরুত্ব দেবে, সেটি নিয়েই আলোচনা করেন কানিমোঝি। অন্যদিকে, ইন্ডিয়া জোটের সাথে আসন রফা নিয়ে ৬ সদস্যের একটি দল গঠন করা হল এদিন। সেই দলের নেতৃত্বে রয়েছেন সাংসদ টিআর বালু।

hiren