/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : পরীক্ষা এড়াতে স্কুলে ভুয়ো বোমা হামলার হুমকি দিয়েছিল এক ছাত্র। এখন সেই অভিযুক্ত ছাত্রকেই খুঁজে বেড়াচ্ছে পুলিশ। সম্প্রতি দিল্লির একটি বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়েছিল। যদিও ইমেলটি শেষ পর্যন্ত ভুয়ো প্রমাণিত হয়েছে। আজ শুক্রবার পুলিশ জানিয়েছে,''ইমেলটি পাঠিয়েছিল ওই স্কুলেরই এক ছাত্র, যার উদ্দেশ্য ছিল পরীক্ষা বানচাল করা।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/03/blast-2025-08-03-21-32-22.jpg)
পুলিশ সূত্রে খবর, সম্প্রতিদিল্লির একটি বেসরকারি স্কুলে বোমা হামলার একটি ইমেল পাঠানো হয়। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপর তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। তদন্তে নেমে পুলিশ ইমেল প্রেরকের খোঁজ শুরু করে এবং তখন জানতে পারা যায় যে ইমেলটি স্কুলেরই একজন ছাত্র পাঠিয়েছে। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল পরিচালন সমিতি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us