BREAKING: স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ ! মর্মান্তিক দুর্ঘটনায় রাজস্থানে নিহত ৪ স্কুল ছাত্র

মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল রাজস্থানে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : স্কুল চলাকালীন হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ। মর্মান্তিক দুর্ঘটনায় চোখের নিমিষে প্রাণ হারালো ৩-৪টি তরতাজা প্রাণ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়ারের, পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ে। আজ স্কুল চলাকালীন হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের ছাদ, যার জেরে নিহত হয়েছে অন্তত ৩-৪ জন ছাত্র, আহত আরও বহু। এই ঘটনার খবর পাওয়ার পরপরই ঝালাওয়ারের জেলা কালেক্টর এবং পুলিশ সুপার অমিত কুমার বুদনিয়া ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। এসপি (SP) অমিত কুমার জানান, “ঘটনাস্থলে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক, তবে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে।” স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই বিদ্যালয়ে ক্লাস চলছিল। তবে কী কারণে ছাদটি ধসে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়।

building collapse