নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির কৈলাশ এলাকার একটি স্কুলে একটি ইমেইল পাওয়া গেছে। যাতে স্কুলটিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ইমেইলে লেখা আছে যে স্কুলে বোমা রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত তদন্তে কিছুই পাওয়া যায়নি। আইনি পদক্ষেপ শুরু করেছে দিল্লি পুলিশ।
/anm-bengali/media/post_attachments/e25b5f27321ed3cc98e7c9dbed399aa2ead0df181f7670f78e6d3b69f14c8269.jpeg)