/anm-bengali/media/media_files/0UeK9wY0ImIt2uebd6HB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জ্ঞানব্যাপী মসজিদ (Gyanvapi mosque) মামলা নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানওয়াপি মসজিদ কমপ্লেক্সে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থার (এএসআই) বারাণসী জেলা আদালতের আদেশ ২৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত কার্যকর করা যাবে না বলে সোমবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এরই মধ্যে মসজিদ কমিটি জেলা আদালতের আদেশের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করবে। বেঞ্চ বলেছে, মুসলিম পক্ষকে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার জন্য কিছুটা সময় দেওয়ার জন্য এই আদেশ দেওয়া হয়েছে।
Gyanvapi case | Supreme Court says no ASI survey of Gyanvapi mosque complex till 5 pm, July 26th.
— ANI (@ANI) July 24, 2023
High Court order shall not be enforced till 26th July. In the meantime, the mosque committee shall move High Court. pic.twitter.com/MMm9Xw1W3Q
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us