নিজস্ব সংবাদদাতা: এবার কেরালার রাজ্যপালের অফিসে নোটিশ পাঠাল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কেরালার রাজ্য সরকারের অভিযোগের ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছিল যে রাজ্যপাল ৮টি বিলের প্রস্তাবে সম্মতি দিচ্ছিলেন না। ফলে বিলগুলি আটকে রয়েছে।
SC issues notice to Centre, Kerala governor's office on state government's plea accusing governor of not granting assent to 8 bills