/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনের (Election Commission - ECI) দেশব্যাপী 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' বা এসআইআর (SIR) অনুশীলন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। আর এবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল হওয়া আবেদনগুলি শুনতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত আগামী ১১ নভেম্বর এই মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি শুরু করবে বলে জানিয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) সহ একাধিক পক্ষের আবেদনের ভিত্তিতে এই শুনানি হতে চলেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/04/FVJApmMiAvfWj78RmLo7.webp)
উল্লেখ্য, বিহারে প্রথম পর্যায়ের এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দেশের আসন্ন নির্বাচনগুলির উপর বড় প্রভাব ফেলতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us