NDA: 'একসঙ্গে ২০২৪ সালে লড়াই করব,' মন্তব্য ওমপ্রকাশের

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি) জাতীয় গণতান্ত্রিক জোটে (এনডিএ) ফিরে এসেছে। এসবিএসপি প্রধান ওপি রাজভর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগদানের ঘোষণা করেন।

author-image
SWETA MITRA
New Update
om prakash.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিরাট শক্তিবৃদ্ধি হল এনডি-এ জোটে। এসবিএসপিপ্রধানওমপ্রকাশরাজভরএনডিএজোটেযোগদেওয়ারসিদ্ধান্ত নিয়েছেন। এদিকে এই সিদ্ধান্ত নিয়ে অবশেষে মন্তব্য অবধি করলেন ওম প্রকাশ রাজভর। তিনি আজ রবিবার জানিয়েছেন, "আমরা১৪জুলাইকেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহের (Amit Shah)সাথেদেখাকরেছিএবংবিভিন্নবিষয়নিয়েআলোচনাকরেছি। এছাড়া২০২৪সালেরনির্বাচনেএকসঙ্গেলড়াইকরারসিদ্ধান্তনিয়েছি।আমাদেরসঙ্গেনেওয়ারজন্যআমিপ্রধানমন্ত্রীমোদী, স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহ, মুখ্যমন্ত্রীযোগীআদিত্যনাথকেধন্যবাদজানাতেচাই।‘