বাজল বিপদের ঘণ্টা, রাজ্যে বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি

১৮ সেপ্টেম্বর ২০৪.৪ মিলিমিটারের বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় গুজরাটে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
asq guj rain .jpg

নিজস্ব সংবাদদাতাঃ এমনিতেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের একের পর এক জেলা। এরই মাঝে রাজ্যের আরও দুই জেলার ক্ষেত্রে চরম সতর্কতা জারি করল আবহাওয়া অধি দফতর বা আইএমডি (IMD)। সৌরাষ্ট্র (Saurashtra)কচ্ছ (Kutch) অঞ্চলের ক্ষেত্রে চরমসতর্কতাজারিকরাহয়েছে আজ। এই দুই জেলায় ২০৪.মিলিমিটারেরবেশিভারীথেকে অতিভারীবৃষ্টিপাত হতেপারে।সকলকে নিরাপদেথাকার পরামর্শ দেওয়া হয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।