/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বিপদ যেন পিছু ছাড়ছে না বিমান পরিষেবায়। সেই আহমেদাবাদের ভয়ঙ্কর দুর্ঘটনার পর থেকে একের পর এক বিপদ ঘনিয়ে আসছে বিভিন্ন বিমানের ওপর। এবার জেদ্দা থেকে লখনউ বিমানবন্দরে অবতরণকারী একটি সৌদি বিমানের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখা গেল। সেই ধোঁয়ার জন্যেই জরুরী অবতরণ করা হয় সৌদি বিমানকে। বিমান উদ্ধার ও অগ্নিনির্বাপণ (এআরএফএফ) দল ঘটনাস্থলে ছুটে যায়। সৌদিয়া দলের সাথে কাজ করে ধোঁয়া নিয়ন্ত্রণে আনা হয় এবং বিমানের ক্ষতি এড়ানো যায় বলে জানা যাচ্ছে। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়। বিমানবন্দরের কার্যক্রমে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন লখনউ বিমানবন্দর কর্মকর্তারা।
On the morning of 15 June, smoke was detected from the wheels of a Saudia aircraft that landed in Lucknow airport, from Jeddah. The Aircraft Rescue and Fire Fighting (ARFF) team rushed to the spot. Working with the Saudia team, the smoke was contained and damage to the aircraft…
— ANI (@ANI) June 16, 2025
/anm-bengali/media/media_files/2024/10/22/94E0LaPinUawzaBKfZ7J.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us