New Update
/anm-bengali/media/media_files/d6KlS7HVCk81pX06iOf5.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বেলাগাভি বিধানসভায় যে মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর বীর সাভারকরের নাতি সত্যকি সাভারকর বলেন, "আমার মনে হয় খাড়গেজি সাভারকরজি সম্পর্কে পড়াশোনা করেননি। খাড়গে মিথ্যে প্রচার করছেন যে সাভারকর সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন। তিনি সব মানুষের দিকে একই দৃষ্টিভঙ্গি নিয়ে তাকিয়ে ছিলেন। জনগণ এখন কংগ্রেসের আসল অবস্থান জানে। সাভারকরজি গণতন্ত্রের পক্ষে ছিলেন।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us