"বিষধর সাপ পুষলে আশা করা যাবে না যে তারা শুধু প্রতিবেশিকেই কামড়াবে" - বিস্ফোরক থারুর , কী এমন হল দেখে নিন

শশী থারুর কি বললেন ? 

author-image
Riya Das
আপডেট করা হয়েছে
New Update
Sashi tharoor

file picture



নিজস্ব সংবাদদাতা : শশী থারুর পাক প্রসঙ্গে বিস্ফোরক বার্তা দিয়েছেন। তিনি বর্তমানে ভারতের অপারেশন সিঁদুর সম্পর্কিত প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে তিনি বলেন - "আপনি যদি বিষধর সাপ পোষেন, তাহলে আশা করবেন না তারা শুধু আপনার প্রতিবেশীকেই কামড়াবে "। এই প্রসঙ্গে তিনি বোঝাতে চাইছেন পাকিস্তানের সন্ত্রাসী পোষণ শুধুমাত্র তার প্রতিবেশী দেশ গুলির জন্যেই বিপজ্জনক নয়, তাদের অভ্যন্তরীণ বিপর্যয় ও ডেকে আনতে পারে। 

shashi tharoor re.jpg

 উল্লেখ্য ২২ এপ্রিল ভারতের প্যাহেলগাম এ নৃশংস ভাবে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর তরফে শুধুমাত্র ধর্মীয় ভিত্তিতে সন্ত্রাসী হামলা চালানো হয়। যেখানে ২৬ জন পর্যটক তাঁদের প্রাণ হারান।এর পরেও পাকিস্তানি সেনার তরফে প্রায় প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা চালানো হয় । তারপরেই এর পাল্টা জবাব হিসেবে ভারতের তরফে অপারেশন সিঁদুর অভিযান চালানো হয় এবং পাকিস্তানকে তার যোগ্য জবাব দেওয়া হয়। তারপরেই অপারেশন সিঁদুরের গুরুত্বকে বোঝাতে ভারতের সব দল একত্রিত হয়ে একাধিক প্রতিনিধি দল গঠন করে বিশ্বের দরবারে এই অভিযানের গুরুত্বকে তুলে ধরছে ।