New Update
/anm-bengali/media/media_files/2025/06/05/GBTrt90qTC3jBAnM2n13.webp)
নিজস্ব সংবাদদাতা : এবার আসিম মুনিরের পরমাণু হামলার বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন,''আমাদের এক ভালো বন্ধু দেশের মাটিতে দাঁড়িয়ে (আমেরিকা) আসিম মুনির এমন কথা বলেছেন, এটা দেখে আমি সত্যিই খুব হতাশ হয়েছি। তবে আমি একথা একদম স্পষ্টভাবেই বলতে চাই যে ভারত এই পারমাণবিক ব্ল্যাকমেল কখনই সহ্য করবে না।" অর্থাৎ নিজের এই বক্তব্যের মাধ্যমে থারুর এটা স্পষ্ট করে দিলেন যে,তিনি আসিম মুনিরের বক্তব্যের তীব্র বিরোধীতা করছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/10/QtHxvDssEZJkprp9C1ye.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us