যুদ্ধবিমানে প্রধানমন্ত্রী মোদী! ভেঙে পড়ল বলে...কটাক্ষ TMC-র

বেশ কয়েকটি দেশ হালকা যুদ্ধ বিমান তেজস কিনতে আগ্রহ দেখিয়েছে ।

author-image
SWETA MITRA
New Update
4 modi santanu.jpg

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)শনিবাররাষ্ট্রীয়মালিকানাধীনহিন্দুস্তানঅ্যারোনটিক্সলিমিটেডপরিদর্শনকরেন।এইসময়তিনিবেঙ্গালুরুতেতেজসযুদ্ধবিমানেসওয়ার হন।এদিকে এই নিয়েই এবার তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী তেজস উড়েছিলেন, এটি নিশ্চয়ই ভেঙে পড়বে।  যুদ্ধবিমানের জন্য দুর্ভাগ্য।‘