/anm-bengali/media/media_files/fK2ExAyJjsHYFOE3bq6W.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : রাজনৈতিক ময়দানে একে অপরের বিরোধিতা করলেও, সরকারি নীতির সমালোচনা করলেও আজকের দিনটি সম্পূর্ণ আলাদা। যতই বিরোধিতা থাকুক না কেন সব ভুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তার কৃতকর্মের প্রশংসাই করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তার কথায়,"আমি তাঁর (প্রধানমন্ত্রী মোদীর) সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তিনি কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন। আজ সেখানে দেশের সামনে মণিপুর, কাশ্মীর, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো বেশ কিছু সমস্যা রয়েছে। আগামী বছরেও তিনি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি এই সমস্যাগুলো মোকাবিলা করার শক্তি দেন। তিনি ক্ষমতায় আছেন।"
Mumbai: On the occassion of PM Modi's birthday, Shiv Sena (UBT) Rajya Sabha MP Sanjay Raut says,"...I wish him good health and long life...He has led the nation in difficult times...Today there are several issues in front of the country such as Manipur, Kashmir, inflation and… pic.twitter.com/kAYmiKga0I
— ANI (@ANI) September 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us