/anm-bengali/media/media_files/Gf7swrRYSoW6IBrhrebN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৬ নভেম্বর, অর্থাৎ সেই অভিশপ্ত দিন যেদিনটা ভারতবাসী কখনও ভুলতে পারবেন না। আজকের দিনেই মুম্বাইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। মারা গিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। আহত হয়েছিলেন আরও কয়েকশো মানুষ। এদিকে ২৬/১১ মুম্বই হামলা নিয়ে আজ বড় কথা বললেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি বলেছেন, "... আমাদের পুলিশ মুম্বাইকে রক্ষা করেছে। জঙ্গিরা মুম্বাইকে দুর্বল করার চেষ্টা করেছিল। এখন কিছু রাজনৈতিক লোক এটা করছে। তবে ফারাক এটাই যে তাদের হাতে বোমা বা বন্দুক নেই। কিন্তু তারা মুম্বাইকে দুর্বল করতে চায় এবং এর গুরুত্ব কমাতে চায়। কিন্তু আজ রাজনৈতিক আলোচনার দিন নয়। ২৬/১১ হামলায় নিহত নিরপরাধ মানুষ ও পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন আজ। মুম্বাই আজ সুরক্ষিত থাকলেও কাশ্মীর ও মণিপুরে নিরাপত্তা কর্মীদের বলিদান চলছে। কাশ্মীর ও মণিপুরের পরিস্থিতি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে গুরুত্ব সহকারে ভাবার সময় এসেছে।“
Mumbai: On the 26/11 Mumbai terror attacks, Shiv Sena (UBT) MP Sanjay Raut says, "...Our police protected Mumbai... The terrorists tried to weaken Mumbai. Now some political people are doing that... They do not have bombs or guns in their hands... But they want to weaken Mumbai… pic.twitter.com/LaqWpd2e6M
— ANI (@ANI) November 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us