কেন BJP-র বিশেষ নজর উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের ওপর? রহস্য ফাঁস সাংসদের

বড় মন্তব্য করলেন দলের সাংসদ। চমকে গেল দেশ।

author-image
SWETA MITRA
New Update
sanjay modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র মহারাষ্ট্র সফর নিয়ে আসরে নামলেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীমোদীবারবারমহারাষ্ট্রেআসছেন।এর মানে এই নয় যে তিনি উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রকে অনেক ভালোবাসেন।উত্তরপ্রদেশেরলোকসভাআসনবেশি, তারপরেইরয়েছেমহারাষ্ট্র।২০২৪সালেরলোকসভানির্বাচনেমহারাষ্ট্রগুরুত্বপূর্ণভূমিকানেবে।এখানেসরকারব্যর্থ।শিন্ডে সরকার বিজেপিকেভোটজোগাড়করে দিতে পারবেনা।১৩মাসে-১০বারএসেছেনএখানে।কেনমোদীমণিপুরযাচ্ছেননা?’