এবার ইসরায়েলের নজরে সঞ্জয় রাউত, কি হবে এবার?

এবার ইসরায়েলের নজরে সঞ্জয় রাউত। 

author-image
Aniket
New Update
sanjay Raut

File Picture

নিজস্ব সংবাদদাতা: তার 'হিটলার' পোস্টের বিষয়ে ভারতে ইসরায়েলের দূতাবাসের তরফে চিঠি পাঠানো হয়েছে। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত এই বিষয়ে মুখ খুলেছেন। এর পেছনে তিনি বড় ষড়যন্ত্র দেখছেন। তিনি বলেছেন, "এই ট্যুইটের পরে অনেক দিন হয়ে গিয়েছে। আমি ট্যুইটটি সরিয়ে দিয়েছি। তাতে হিটলারের উল্লেখ ছিল, কিন্তু ইসরায়েলকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। হামাস যেভাবে ইসরায়েলকে আক্রমণ করেছে, আমি সেই হামলার সমালোচনা করেছি। একইভাবে গাজার হাসপাতালগুলোতে হামলা হওয়ার ফলে নবজাতক ও শিশুরা ব্যাপক হারে নিহত হয়। শিশুদের যুদ্ধ থেকে দূরে রাখা উচিত। আমি বলেছিলাম যে এটি অমানবিকতা ছিল, এবং আপনি মানবতা প্রদর্শন করছেন না বলেই সেই সময় একজন নেতা অবশ্যই আপনার বিরোধিতা করেছিলেন। এক মাস পর এই বিষয়ে চিঠি দিয়েছে ইসরায়েলের হাইকমিশন। কেউ নিশ্চয়ই তাকে বলেছে, ইনি সঞ্জয় রাউত, তার বিরোধিতা করুন"। এখন দেখার কি হবে পরবর্তীতে।

hiring 2.jpeg