/anm-bengali/media/media_files/tAjj1Dn7CgZzoabQdvae.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিজেপি সাংসদের আনা ঘুষের অভিযোগের পাল্টা এবার সার্টিফিকেট দিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রার বিরুদ্ধে ঘুষের অভিযোগের পাল্টা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাংসদ তুলোধনা করেছেন বিজেপির। তুলেছেন আদানি প্রসঙ্গ। সঞ্জয় রাউতের কথায়, ''আদানি গ্রুপ বা কোনো শিল্পপতি সম্পর্কে প্রশ্ন করা হলে বিজেপির পেটে খুব ব্যথা হয় এবং তারপরেই তারা ভিত্তিহীন অভিযোগ করতে শুরু করে।মহুয়া মৈত্র তৃণমূলের অত্যন্ত অ্যাগ্রেসিভ নেত্রী।সারা দেশে তার নাম পরিচিত।এটি তাকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা।আমি চিনি তাকে।এমন অভিযোগ থেকে পিছপা হচ্ছেন না তিনি।এই লোকেরা (বিজেপি) সকলকে অপমান করে আর সবার বিরুদ্ধে অভিযোগ করে।আপনি পিএম কেয়ার ফান্ড সম্পর্কে উত্তর দিন।রাহুল গান্ধী আপনাকে টাকা লেনদেন সম্পর্কে ১০টি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন।আপনি এর উত্তর দিন। আপনি ২০২৪ সালে ক্ষমতায় আসছেন না। ইন্ডিয়া জোট আসছে।''
#WATCH मुंबई: टीएमसी सांसद महुआ मोइत्रा पर रिश्वतखोरी के आरोप को लेकर बीजेपी सांसद निशिकांत दुबे द्वारा लोकसभा अध्यक्ष को पत्र लिखे जाने पर शिवसेना(UBT) सांसद संजय राउत ने कहा, "अडानी ग्रुप हो या किसी उद्योगपति को लेकर जब प्रश्न पूछा जाता है तो बीजेपी के पेट में बहुत दर्द होता है… pic.twitter.com/pRMqXue26l
— ANI_HindiNews (@AHindinews) October 16, 2023
/anm-bengali/media/post_attachments/cH7XsU6puImjZoznR29z.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us