'আমি তাকে চিনি'! মহুয়া মৈত্রের সার্টিফিকেট দিলেন সঞ্জয় রাউত

বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের জয় নিয়ে আশাবাদী সঞ্জয় রাউত। দাঁড়ালেন মহুয়া মৈত্রের পাশে।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা :   তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিজেপি সাংসদের আনা ঘুষের অভিযোগের পাল্টা এবার সার্টিফিকেট দিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রার বিরুদ্ধে ঘুষের অভিযোগের পাল্টা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাংসদ তুলোধনা করেছেন বিজেপির। তুলেছেন আদানি প্রসঙ্গ। সঞ্জয় রাউতের কথায়, ''আদানি গ্রুপ বা কোনো শিল্পপতি সম্পর্কে প্রশ্ন করা হলে বিজেপির পেটে খুব ব্যথা হয় এবং তারপরেই তারা ভিত্তিহীন অভিযোগ করতে শুরু করে।মহুয়া মৈত্র তৃণমূলের অত্যন্ত অ্যাগ্রেসিভ নেত্রী।সারা দেশে তার নাম পরিচিত।এটি তাকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা।আমি চিনি তাকে।এমন অভিযোগ থেকে পিছপা হচ্ছেন না তিনি।এই লোকেরা (বিজেপি) সকলকে অপমান করে আর সবার বিরুদ্ধে অভিযোগ করে।আপনি পিএম কেয়ার ফান্ড সম্পর্কে উত্তর দিন।রাহুল গান্ধী আপনাকে টাকা লেনদেন সম্পর্কে ১০টি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন।আপনি এর উত্তর দিন। আপনি ২০২৪ সালে ক্ষমতায় আসছেন না। ইন্ডিয়া জোট আসছে।''

hiring.jpg