/anm-bengali/media/media_files/ShsIgFPYWRbX1tlloCad.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার নতুন করে শিরোনামে উঠে এলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তিনি। আজ বুধবার একনাথ শিন্ডের মন্তব্যের জবাবে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, ‘একনাথ শিন্ডে নিজেই একজন হামাস। এটা প্রমাণ করে যে বিজেপি আপনার মনে কত নোংরা পোকা রোপণ রয়েছে।‘ উল্লেখ্য, গতকাল নাম না করে উদ্ধব ঠাকরেকে আক্রমণ করে একনাথ শিন্ডে বলেন, 'আপনি বাল ঠাকরের মতাদর্শগত উত্তরাধিকার নিয়ে অসততা করে পিঠে ছুরি মেরেছেন।‘ শিবসেনার দশেরা সমাবেশে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, "আমি অবাক হব না যদি তারা নিজেদের স্বার্থের জন্য হামাস এবং লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সাথে তাঁরা জোট করে।“ শুনুন তাঁর বক্তব্য...
#WATCH | Mumbai: On Eknath Shinde's statement, Shiv Sena (UBT) MP Sanjay Raut says, "... He (Eknath Shinde) is himself Hamas... This shows how many dirty worms the BJP has planted in your mind..." https://t.co/r3qaUo4Tnipic.twitter.com/BkYgFPOgjr
— ANI (@ANI) October 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us