নিজস্ব সংবাদদাতা : ফের একজোট হতে পারেন রাজ ও উদ্ধব ঠাকরে, সম্প্রতি এমনই একটি দাবিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল মহারাষ্ট্রের রাজনীতি। আর এবার এই বিষয়েই মুখ খুললেন শিব সেনা (উদ্ধব গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, "রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে সম্পর্কে ভাই। আমাদের সম্পর্ক কখনও ভাঙেনি, আমরা দীর্ঘদিন ধরেই একসঙ্গে রয়েছি।" তিনি স্পষ্ট করেন, "শিব সেনা (উদ্ধব গোষ্ঠী) ও এমএনএস(MNS)-এর মধ্যে কোনও আনুষ্ঠানিক জোট হয়নি, শুধু একটি আবেগের আলোচনা চলছে।"
/anm-bengali/media/media_files/2yG1F2azln7lBlhmJkZx.jpg)
এরপর রাউত আরও জানান, ''উদ্ধব ঠাকরে বলেছেন, মহারাষ্ট্রের স্বার্থে আবার একসঙ্গে কাজ করার প্রয়োজন হলে আমরা দুজনেই প্রস্তুত। তবে, কিছু দল মহারাষ্ট্রের শত্রু হিসেবে কাজ করছে, যারা বালাসাহেবের শিব সেনা ভেঙেছে; তাদের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যাবে না।''