আপের পাশে সঞ্জয় রাউত! মুখে অজিত-একনাথের নাম!

অরবিন্দ কেজরিওয়ালের দলের বিধায়কের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকার - ইডির বিরুদ্ধে সুর চড়ালেন সঞ্জয় রাউত।

author-image
Pallabi Sanyal
New Update
sanjay_raut

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : আর্থিক দুর্নীতি মামলায় আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। কেন বিরোধীদেরই বেছে বেছে টার্গেট করা হচ্ছে?কেন গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও গ্রেফতার করা হচ্ছে না অজিত পাওয়ারকে? কেন একনাথ শিন্ডের কাছে যাচ্ছে না ইডি? আপের পাশে দাঁড়িয়ে এমনই সব প্রশ্ন তুললেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। তার কথায়," বিরোধী নেতাদের উপর অভিযান ২০২৪ সাল পর্যন্ত চলবে। ইডি-র কাছে মহারাষ্ট্রের ১০-১২ জনের নামের তালিকা রয়েছে। ইডি-র কাছে অজিত পাওয়ারের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। একনাথ শিন্ডের বিরুদ্ধে ইডি মামলা হয়েছে, অনেক নেতা জেলে যাচ্ছেন, ইডি কি তাদের কাছে যাচ্ছে? যারা বিরোধী দলে আছে, ইডি, সিবিআই তাদের কাছে যেতেই থাকবে। এভাবেই চলতে থাকবে।"

hiring.jpg