New Update
/anm-bengali/media/media_files/u4pge6an0s4JGByRye85.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার জাতীয় নির্বাচন কমিশনকে এক হাত নিলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত আবারও নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেছেন। শিবসেনা ভেঙে যাওয়া এবং তারপর দলের প্রতীক বিভাজন নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেছেন রাউত। তিনি বলেন, 'আপনি যদি পাকিস্তানে যান এবং কাউকে জিজ্ঞেস করেন যে শিবসেনা কার, তাহলে মানুষ বলবে বালাসাহেব ঠাকরের।‘
সঞ্জয় রাউত বলেন, ‘নির্বাচন কমিশনের আর আস্থা নেই। এটি কেন্দ্রীয় সরকারের তোতা পাখিতে পরিণত হয়েছে।‘ তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপি একটি স্বার্থপর দলে পরিণত হয়েছে। বিজেপি চিন বা মণিপুরের কথা বলে না, শুধু সেলফি তুলতে থাকে।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us