নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির ঘটনায় সরগরম দেশীয় রাজনীতিই। বাংলার এই আঁচ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোণে। এবার সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কেবল সন্দেশখালির ঘটনা থেকে মানুষের মনোযোগ সরাতে চান। তাই পাগড়ি পরা লোকেরা বিজেপির মতে খালিস্তানি, এই ধরণের বক্তব্য জোরালো কণ্ঠে বলছে। যা সম্পূর্ণ মিথ্যা। বিশেষ ঘটনা সম্পর্কে কিছু না হলেও যে সাংবাদিকরা রাজ্যে বিষয়টি কভার করছেন এবং বাস্তবতা দেখাচ্ছেন তাদের আক্রমণ করা হয়েছে এবং দণ্ডের আড়ালে রাখা হয়েছে। এটি দেখায় কীভাবে তার নেতৃত্বে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভটি আক্রমণের মুখে পড়েছে”।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
‘সন্দেশখালি থেকে মানুষের মন ঘোরাতে চান মুখ্যমন্ত্রী’!
বাংলার এই আঁচ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোণে।
File Picture
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির ঘটনায় সরগরম দেশীয় রাজনীতিই। বাংলার এই আঁচ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোণে। এবার সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কেবল সন্দেশখালির ঘটনা থেকে মানুষের মনোযোগ সরাতে চান। তাই পাগড়ি পরা লোকেরা বিজেপির মতে খালিস্তানি, এই ধরণের বক্তব্য জোরালো কণ্ঠে বলছে। যা সম্পূর্ণ মিথ্যা। বিশেষ ঘটনা সম্পর্কে কিছু না হলেও যে সাংবাদিকরা রাজ্যে বিষয়টি কভার করছেন এবং বাস্তবতা দেখাচ্ছেন তাদের আক্রমণ করা হয়েছে এবং দণ্ডের আড়ালে রাখা হয়েছে। এটি দেখায় কীভাবে তার নেতৃত্বে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভটি আক্রমণের মুখে পড়েছে”।