সন্দেশখালি বিতর্ক, মামলা গড়াল সুপ্রিম কোর্টেও

এবার সন্দেশখালি মামলা গড়াল সুপ্রিম কোর্টেও।

New Update
supreme court

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের সন্দেশখালি নিয়ে এখন কার্যত সরগরম গোটা দেশই। কীভাবে দিনের পর দিন গ্রামের মহিলাদের ওপর অত্যাচার করেছে তৃণমূলের কিছু নেতা, তাই যেন এখন সবচেয়ে বড় চর্চার বিষয়। এবার এই মামলা গড়াল সুপ্রিম কোর্টেও।

অ্যাডভোকেট আলখ অলোক শ্রীবাস্তব পশ্চিমবঙ্গের সন্দেশখালি গ্রামে বসবাসকারী মহিলাদের যৌন নিপীড়নের অভিযোগে পশ্চিমবঙ্গের বাইরে তদন্ত স্থানান্তর এবং পরবর্তী বিচারের আবেদনের একটি জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন।

আজ সকালেই এই আবেদনটি মেল মারফত করা হয়। তবে এতে সুপ্রিম কোর্ট কিছুটা হলেও অসন্তুষ্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, "আপনি আমাকে এই মেল মারফত করা আবেদনের জন্য চাপ দিতে পারবেন না। আমি তালিকা করে দেব। আমাকে বিকেলে দেখতে দিন”।

 

v

স্ব

স

স