সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা, সন্দেশখালি মামলা ফিরল হাইকোর্টেই

রাজ্যের কোনও আবেদনই শুনলেন না সুপ্রিম কোর্টের বিচারপতি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
supreme court

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকালই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, সেই নির্দেশেরই বিরুদ্ধে গিয়েছিল রাজ্য। গতকাল সুপ্রিম কোর্ট না শুনলেও আজ হয় সেই মামলার শুনানি।

তবে শুনানি হয়েও কোনও লাভ হল না। রাজ্যের কোনও আবেদনই শুনলেন না সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। সাফ ভাষায় জানিয়ে দিলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যাচ্ছেন না তারা। আবার এই মামলা হাইকোর্টের কাছেই ফিরিয়ে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। স্বাভাবিক ভাবেই আর কোনও পথ খোলা থাকল না রাজ্যের কাছে। সন্দেশখালি মামলার তদন্তভার সর্বপরী শেখ শাহজাহানকে এবার তুলে দিতেই হবে সিবিআইয়ের হাতে।

Add 1

স্ব

স