/anm-bengali/media/media_files/2025/10/15/whatsapp-image-2025-10-15-2025-10-15-11-26-59.jpeg)
নিজস্ব প্রতিনিধি, সান্দাকফু: দুর্যোগ কেটে সেরে উঠেছে উত্তর। পাহাড়ের আবহাওয়া ফুরফুরে। দুর্যোগের মেঘ কাটিয়ে খুলে গেল ট্রেকারদের সান্দাকফু।
ভূমিধসের কারণে ৪ অক্টোবর থেকে সান্দাকফুর ওপর বিপর্যয়ের স্রোতের জেরে বন্ধ হয়েছিল অ্যাডভেঞ্চার প্রেমীদের ট্রেকিং পরিষেবা। বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল প্রশাসনের তরফে। সেক্ষেত্রে পর্যটন প্রেমীদের অনেকাংশ সান্দাকফু সিঙ্গালিলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন- এর আওতায় থাকা সান্দাকফু ট্রেকিং পয়েন্ট থেকে বুকিং বাতিল করেছিল। ফলে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্য পর্যটন দফতর। বুধবার আবহাওয়া ভালো হতেই আবার সান্দাকফু রুট পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সুকিয়াপোখরির বিডিও আরোগ্য গোয়া এই প্রসঙ্গে বলেন, "এখন আবহাওয়া খুবই ভালো। তাই পর্যটকদের জন্য আজই সান্দাকফু রুট খুলে দেওয়া হয়েছে"। সান্দাকফু সিঙ্গালিলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে যে সান্দাকফু ট্রেকিং বন্ধ করে দেওয়ায় শুধুমাত্র ৫ অক্টোবর ৩১টি গাড়ি বোঝাই ট্রেকার ফিরে চলে যায়। ফলে গাড়ি চালক ও হোম স্টে মালিকদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করে। সব কিছু চিন্তা করেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে নতুন করে খুলে দেওয়া হল সান্দাকফু ট্রেকিং পয়েন্ট। এদিকে প্রশাসন সান্দাকফুতে ট্রেকিং বন্ধের বিজ্ঞপ্তি জারি করতে পর্যটকদের বড় অংশ পূর্ব এবং উত্তর সিকিমে ভিড় জমাতে শুরু করেন। কাজেই ক্ষতির মুখে পড়েছিল তখন রাজ্য পর্যটন দফতর। তবে সমস্ত কিছু ঠিক হয়ে ফের ছন্দ ফিরেছে পর্যটন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/15/whatsapp-image-2025-10-15-2025-10-15-11-27-11.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us