অন্ধকার অধ্যায়ের অবসান ঘটেছিল সংবিধান হত্যা দিবসে

প্রতিটি যুবকের এই বিষয়ে সচেতন থাকা উচিত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
constitution-of-india-bharata-ka-savathhana_2d97816035aae636737fb771a57de310

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংবিধান হত্যা দিবস নিয়ে কি বলছেন দিল্লির মন্ত্রী? মন্ত্রী আশীষ সুদ এদিন এই প্রসঙ্গে বলেন, “ভারত সরকার খুব ভেবে চিন্তে ‘সংবিধান হত্যা দিবস' পালন করেছে। এই 'সংবিধান হত্যা দিবস' হল দেশে ইন্দিরা গান্ধীর শুরু করা অন্ধকার অধ্যায়ের অবসান ঘটানোর সংকল্প। আমি বিশ্বাস করি যে দেশের প্রতিটি যুবকের এই বিষয়ে সচেতন থাকা উচিত”।

Ashish-Sood_015-1536x1035-1