নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিহারে এনডিএ (NDA) জোটের আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে। আর এবার এই প্রসঙ্গেই বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন যে, জোটের সকল শরিক দলই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ আছে।
তিনি বলেন,''আজকের যাবতীয় আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে, এবং খুব শীঘ্রই আপনারা সবাই সুখবর পাবেন। জোটের কাঠামো, আসন সংখ্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকলের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/9gh8vzhDLM1v3HU6Avpv.webp)
এরপর তিনি বলেন,''আমাদের এই জোটের প্রধান নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ছাড়াও চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঞ্ঝি এবং উপেন্দ্র কুশওয়াহা-র মতো সকল দলের প্রধানরাই ভারতীয় জনতা পার্টির (BJP) শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।''
সম্রাট চৌধুরীর এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল যে, বিধানসভা নির্বাচনের জন্য বিহারের এনডিএ (NDA) জোটে আসন বণ্টন নিয়ে আর কোনও জটিলতা নেই এবং দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে চলেছে।
ঐক্যবদ্ধ NDA শরিকরা ! বিহারে আসন ভাগাভাগি প্রসঙ্গে কি বললেন সম্রাট চৌধুরী ?
কি বললেন সম্রাট চৌধুরী ?
নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিহারে এনডিএ (NDA) জোটের আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে। আর এবার এই প্রসঙ্গেই বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন যে, জোটের সকল শরিক দলই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ আছে।
তিনি বলেন,''আজকের যাবতীয় আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে, এবং খুব শীঘ্রই আপনারা সবাই সুখবর পাবেন। জোটের কাঠামো, আসন সংখ্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকলের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।''
এরপর তিনি বলেন,''আমাদের এই জোটের প্রধান নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ছাড়াও চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঞ্ঝি এবং উপেন্দ্র কুশওয়াহা-র মতো সকল দলের প্রধানরাই ভারতীয় জনতা পার্টির (BJP) শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।''
সম্রাট চৌধুরীর এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল যে, বিধানসভা নির্বাচনের জন্য বিহারের এনডিএ (NDA) জোটে আসন বণ্টন নিয়ে আর কোনও জটিলতা নেই এবং দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে চলেছে।