BREAKING: বিহারকে লুট করেছে লালুর পরিবার ! এবার লালু প্রসাদ যাদবকে তোপ দাগলেন সম্রাট চৌধুরী

কি বললেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ?

author-image
Debjit Biswas
New Update
Samrat Choudhary

নিজস্ব সংবাদদাতা : এবার লালু প্রসাদ যাদবের পরিবারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি বলেন,''যে পরিবার বিহারকে লুট করেছে, গরিবদের জমি কেড়ে নিয়েছে, তারা কীভাবে বিকাশের কথা বলবে ?” তিনি আরও বলেন,''নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে, কোনও নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না,তা সে যেই জাতিরই হোক না কেন। তবু লালুর পরিবার শুধু রাজনীতি করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। এই পরিবার কখনও বিহারকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারবে না।''

lalu