Sameer Wankhede : দামী ঘড়ি, বিদেশ সফর, চলছে তদন্ত

মাদক মামলায় শাহরুখ খানের (Shah Rukh Khan) পরিবারের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এনসিবির (NCB) প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিদেশ সফরের বিষয়টি সিবিআইয়ের (CBI) নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

author-image
Pritam Santra
New Update
sameer wankhede

নিজস্ব সংবাদদাতাঃ মাদক মামলায় শাহরুখ খানের (Shah Rukh Khan) পরিবারের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এনসিবির (NCB) প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিদেশ সফরের বিষয়টি সিবিআইয়ের (CBI) নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন আধিকারিকরা। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর স্পেশাল ইনকোয়ারি টিম (SIT) এনসিবির তৎকালীন জোনাল ডিরেক্টর ওয়াংখেড়ের বিদেশ সফর সম্পর্কেও সন্দেহ রয়েছে তদন্তকারী অফিসারদের মনে। সমীরের বিদেশ সফর সংক্রান্ত বিভিন্ন তথ্য স্পষ্ট নয় বলে অভিযোগ। সিবিআই-এর করা এফআইআর-এ আরও বলা হয়েছে, ওয়াংখেড়ে ভাইরাল রাজন নামে একটি বেসরকারি সংস্থার কাছ থেকে দামি হাতঘড়ি কেনা-বেচায় লিপ্ত ছিলেন।