/anm-bengali/media/media_files/u9BqVO8JaJEqAAaNSCIO.webp)
নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের সম্বলে পাথর নিক্ষেপের ঘটনায় এবার সাংবাদিক বৈঠক করলেন মোরাদাবাদ বিভাগের বিভাগীয় কমিশনার। এই ঘটনায় সম্বল এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। আর তার মধ্যে আগামীকাল শুক্রবার, অর্থাৎ জুম্বাবার। সম্বলের শাহী জামে মসজিদে জুমার নামাজ পড়া হয়ে থাকে।
/anm-bengali/media/media_files/2024/11/28/1000112912.jpg)
প্রতি সপ্তাহেই তাই এই দিনটাতে ভিড় তুলনামূলক বেশি থাকে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় আগামীকাল নামাজ পড়া হবে কিনা বা কি নিয়ম জারি করা হবে, তা জানতে চাওয়া হলে, মোরাদাবাদ বিভাগের বিভাগীয় কমিশনার অঞ্জনেয়া কুমার সিং এদিন বলেন, “নামাজ যথারীতি সর্বত্র পড়া হবে। একটি আবেদন করা হয়েছে। ডিএম এবং এসপিও কথা বলেছেন। মসজিদ কমিটি কম সংখ্যক লোক এলে ভালো হয় যেহেতু এটি একটি হটস্পট, সেখানে হাতাহাতি হয়েছে এবং সেখান থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে অনেক কিছুর পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, যদি কম সংখ্যক লোক আসে মসজিদে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই”।
#WATCH | Sambhal (UP) stone pelting incident | When asked if Friday prayers will be offered at Shahi Jama Masjid in Sambhal tomorrow, Divisional Commissioner of Moradabad Division, Aunjaneya Kumar Singh says, "Namaz will be offered everywhere as usual. An appeal has been made. DM… pic.twitter.com/E2Ft29OaDg
— ANI (@ANI) November 28, 2024
/anm-bengali/media/media_files/2024/11/28/1000112909.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us