প্রধানমন্ত্রী মোদী! দেশে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, কৃষকদের ইস্যু! বড় বার্তা এই নেতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফর নিয়ে বড় বার্তা জানালেন সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল হাসান চান্দ।

author-image
Probha Rani Das
New Update
Fakhrul Hasan Chaandq1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মোদীর পূর্বনির্ধারিত পশ্চিমবঙ্গ ও বিহার সফর নিয়ে এমনটাই বললেন সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল হাসান চান্দ।

Fakhrul Hasan Chaandq2.jpg

তিনি বলেছেন, “আমরা আশা করি প্রধানমন্ত্রী মোদী বেকারত্ব, মুদ্রাস্ফীতি, কৃষকদের মতো ইস্যুতে কথা বলবেন। বিজেপি ক্রমাগত হিন্দু-মুসলিম এবং 'মন্দির-মসজিদ'-এর মতো বিষয় নিয়ে কথা বলছে। আশা করি, উনি যখন বাংলায় বা অন্য রাজ্যে যাবেন, তখন তাঁর দলের সাফল্যের কথা মানুষকে জানাবেন। 

Add 1