Big News: বিরোধী দলনেতার পদ নিয়ে আলোচনা! কি বললেন অখিলেশ যাদব

বিরোধী দলনেতার পদ নিয়ে আলোচনা প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রধান তথা সাংসদ অখিলেশ যাদব।

author-image
Probha Rani Das
New Update
akhilesh yadavfg2.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সমাজবাদী পার্টির প্রধান তথা সাংসদ অখিলেশ যাদব বলেন, “আমি দেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। দেশের জ্ঞানী মানুষ গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর জন্য ভোট দিয়েছেন। আমি দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।” 

c

তিনি আরও বলেছেন, “’আচ্ছে দিন'-এর অপেক্ষায় মানুষ ক্লান্ত। আমি আশা করি যে আগামী সময়ে সুখের দিন অবশ্যই আসবে। আপনারা আজ সংবিধান প্রণয়ন করছেন। যা ভালো তার জন্য কাজ করব, যা ভালো তার পথেই হাঁটব।

বিরোধী দলনেতার পদ নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আলোচনা হবেসময়মতো সব সিদ্ধান্ত নেওয়া হবে।” 

Adddd