বিজেপির ষড়যন্ত্র! ‘সংবিধান মন্থন'-এর নির্বাচন! হুঁশিয়ারি অখিলেশের

২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা। এই নিয়ে বিজেপিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

author-image
Probha Rani Das
New Update
akhilesh yadavfg2.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সমাজবাদী পার্টির প্রধান তথা কনৌজের প্রার্থী অখিলেশ যাদব বলেন, “মানুষ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। গণভোটে প্রতিদ্বন্দ্বিতা হলে গণতন্ত্রে ব্যাপক পরিবর্তন দেখা যায়। জনগণ, বিশেষ করে বহুজন সম্প্রদায়ের মানুষেরা বিজেপির ষড়যন্ত্র বুঝতে পেরেছেন – তাঁরা নিশ্চিত যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের দেওয়া সংবিধান বদলে দেবেন। সংবিধান পরিবর্তন হলে আমরা আমাদের অধিকারও পাব না, সম্মানও পাব না। তাই জনগণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একদিকে যারা সংবিধান রক্ষা করতে চায়। অন্যদিকে যারা সংবিধানকে গ্রাস করে এটা সংবিধান মন্থন'-এর নির্বাচন।” 

akhilesh yadavfg1.jpg

Add 1