/anm-bengali/media/media_files/BzSo1IYHmbRvRdtQRHfD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সমাজবাদী পার্টির নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। জানা গিয়েছে, উত্তর প্রদেশের (UttarPradesh) একটি পুলিশ স্টেশনে বুধবার এক বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নির্মমভাবে মারধর করা হয়। উত্তরপ্রদেশের আমেঠি জেলার গৌরীগঞ্জ কোতোয়ালি থানার ভিতরে এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, সমাজবাদী পার্টির বিধায়ক রাকেশ প্রতাপ সিং এবং তাঁর সমর্থকরা পৌরসভার চেয়ারম্যান ও বিজেপি প্রার্থী রশ্মি সিংয়ের স্বামী দীপক সিংয়ের উপর হামলা চালায়। এদিকে এই মারধর থামাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় । সমাজবাদী পার্টির নেতা রাকেশ সিং-এর মতে, দীপক সিং থানায় এসে তাঁকে গালিগালাজ করেন। এতে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। বিক্ষোভের মধ্যেই দীপক সিং গৌরীগঞ্জ কোতোয়ালি থানায় এসে সমাজবাদী পার্টির বিধায়ক ও তাঁর সমর্থকদের গালিগালাজ করতে শোনা যায়।
Warning: Disturbing video, abusive content
— Piyush Rai (@Benarasiyaa) May 10, 2023
Inside Gauriganj Kotwali police station in UP's Amethi district. Samajwadi Party MLA Rakesh Pratap Singh and his supporters attack Deepak Singh, husband of Nagar Palika chairman BJP candidate Rashmi Singh. pic.twitter.com/BcJGQEMzGY
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us