লোহিয়ার আদর্শ ভুলে গেছে সমাজবাদী পার্টি ! বিস্ফোরক মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ

কেন একথা বললেন যোগী আদিত্যনাথ ?

author-image
Debjit Biswas
New Update
cm yogi adityanath ji.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ উত্তর প্রদেশ বিধানসভায় সমাজবাদী পার্টিকে ফের একবার নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, '' আজকের সমাজবাদী পার্টি ডঃ লোহিয়ার আদর্শ থেকে দূরে সরে গেছে। তারা লোহিয়ার নীতি ও আদর্শ ভুলে গেছে।"

yogi adityanath rt1.jpg

এছাড়াও তিনি বলেন, ''ডঃ লোহিয়া বলেছিলেন, বিষ্ণু, শঙ্কর ও রাম ভারতের ঐক্যের ভিত্তি, কিন্তু সমাজবাদী পার্টি তা মানে না। আমরা সবার উন্নয়নের কথা বলি।''