কংগ্রেস নেতার মন্তব্যে উঠেছে ঝড়, থামাতে মরিয়া দল

স্যাম পিত্রোদার মন্তব্যকে সমর্থন করছে না বিজেপি।

New Update
Sam-Pitroda-3C-0_1681139062613_1713243510042-ezgif.com-avif-to-jpg-converter.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদার সম্পত্তি সংক্রান্ত করা মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে বিজেপি শিবিরে। স্যাম পিত্রোদার মন্তব্যকে সমর্থন করছে না বিজেপি।

এবার এই বিষয়ে, কর্ণাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে বলেন, "আমি মনে করি স্যাম পিত্রোদা যা বলতে চাইছেন তা হল সম্পদের বন্টন ন্যায়সঙ্গত হওয়া উচিত। বর্তমান সরকার সম্পদ কেন্দ্রীভূত করার বিষয়ে আরও বেশি উদ্বিগ্ন। যেখানে আমরা সমাজের প্রান্তিক মানুষের কাছে সম্পদ বণ্টনের বিষয়ে উদ্বিগ্ন, তাদের জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আমাদের একটি ন্যায়সঙ্গত সমাজ নিশ্চিত করার জন্য পিরামিডের নীচের মানুষদের ক্ষমতায়ন করার কথা ভাবতে হবে। সামাজিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই আমরা আমাদের ইস্তেহারে এটির শুভ সূচনা করেছি”।

karnataka-minister-priyank-kharge-075825895-16x9

Sam_Pitroda_24_03_8.webp

Add 1