New Update
/anm-bengali/media/media_files/ax2Zl0FA8r40xL9wyEV4.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভোটের ঠিক আগে শিক্ষকদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। তাঁদের মাসিক বেতন ৩,০০০ টাকা বাড়িয়ে দেওয়া হল। সেইসঙ্গে অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করা হল। ফলে রাজ্যের ১২,১১৩ শিক্ষক লাভবান হবেন। সেইসঙ্গে 'ইনক্রিমেন্ট'-রও সুবিধা পাবেন সহকারী শিক্ষকরাও।
শুক্রবার ওড়িশা সরকারের তরফে জানানো হয় যে যে গণশিক্ষকরা টেট কোয়ালিফায়েড নন, এতদিন তাঁদের মাসিক বেতন ৭,০০০ টাকা ছিল। তাঁদের বেতন বাড়িয়ে ১০,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। আর যে গণশিক্ষকরা ওড়িশার টেট পাশ করেছেন, তাঁদের এম.এড শিক্ষক হিসেবে স্থায়ীকরণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আধিকারিকরা।
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/post_attachments/05c7c0675bba9ec442e6967556358f3cc0e776a5f68d5f1b071f07785625a9de.jpeg)
/anm-bengali/media/post_attachments/f486d4f89982304f8c1dc852ce1adc6b2c40420fd1f9f1519f1b2530c7ad6f6d.jpeg)
/anm-bengali/media/post_attachments/400f629bf0dbbc64aeab9b48e251b8fbe36161d6f7458657dd5f3ca5c41d67b8.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us