এই কর্মচারিদের জন্য সুখবর দিল মোদী সরকার! বাড়ছে Salary

এবার বেতন বাড়তে চলেছে। সুখবর দিল কেন্দ্র সরকার। কাদের জন্য এই সুখবর? জেনে নিন এখানে এখনই।

author-image
Anusmita Bhattacharya
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: নির্দিষ্ট একটি সংস্থার কর্মচারিদের জন্য সুখবর। সরকারি সিদ্ধান্তে দারুণ খবর কোল ইন্ডিয়ার লক্ষাধিক নন-এক্সিকিউটিভ কর্মীদের জন্য। কয়লা মন্ত্রক জানিয়েছে যে কোল ইন্ডিয়ার নন-এক্সিকিউটিভ কর্মীদের বেতন বাড়ানোর জন্য শ্রমিক সংগঠনগুলির সঙ্গে চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির অধীনে ২০২১ সালের ১ জুলাই থেকে কর্মীদের ন্যূনতম গ্যারান্টির লাভের ১৯ শতাংশ- বেসিক, পরিবর্তনশীল মহার্ঘ্য ভাতা (ভিডিএ), পেশাল ডিয়ারনেস অ্যালাউন্স (এসডিএ) এবং অ্যাটেনডেন্স বোনাস ছাড়াও ২৫ শতাংশ ভাতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে লাভবান হবেন ২.৮১ লক্ষ কর্মী। কয়লা মন্ত্রক জানিয়েছে যে কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল), সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানি লিমিটেড (এসসিসিএল) এবং শ্রমিক সংগঠনগুলির মধ্যে মউ স্বাক্ষর হয়েছে।