New Update
/anm-bengali/media/media_files/NRshDMFy2W6kU2npEI6W.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: আপনিও যদি কেন্দ্রীয় সরকারের (Central Govt) কর্মচারী হন তাহলে এই খবরটি আপনার জন্যই। মার্চের শেষ সপ্তাহে কেন্দ্রীয় কর্মীদের ডিএ চার শতাংশ বাড়িয়েছিল (DA Hike) সরকার। আগামী দিনে আরও একটি উপহার দিতে চলেছে সরকার। এবার বেতন বাম্পার বাড়বে (Salary Hike)। পরবর্তী ডিএ ১ জুলাই থেকে লাগু হবে। ১ জুলাই থেকে প্রযোজ্য ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হবে বলে অনুমান। একজন কেন্দ্রীয় কর্মচারীর বর্তমানে ১৮,০০০ টাকা মূল বেতন হলে তিনি বর্তমানে ৪২ শতাংশ হারে ৭৫৬০ টাকা ডিএ পান। ডিএ বেড়ে ৪৬ শতাংশ হলে কর্মচারীর মহার্ঘ ভাতা হবে ৮,২৮০ টাকা। এইভাবে, প্রতি মাসে ৭২০ টাকা (বার্ষিক ৮৬৪০ টাকা) বাড়বে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us