New Update
/anm-bengali/media/media_files/dpQ6C7U6CunvU95Kiroh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শাহবাদ ডেইরি এলাকায় সাক্ষী হত্যায় অভিযুক্ত (Sakshi Murder Case) সাহিল প্রতিনিয়ত পুলিশের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। সাক্ষীর পুরনো বন্ধু প্রবীণের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, ওই এলাকায় বসবাসকারী অজয় ওরফে ঝাবরু নামে এক শক্তিশালী ব্যক্তি তাকে সাক্ষীর কাছ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিল। নিজের প্রাণনাশের আশঙ্কা থেকেই সাক্ষীকে হত্যার ভাবনা। এখনই শেষ হচ্ছে না সাহিলকে জিজ্ঞসাবাদের পর্ব। সে কতটা সত্যি বলছে সেটাও খতিয়ে দেখতে হবে তদন্তকারীদের। আপাতত এই ঘটনায় উঠে এসেছে নতুন না, ঝাবরু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us