কেউ ভুল কিছু করে থাকলে,চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত ! জুবিনের বিচারের দাবিতে গর্জে উঠলেন স্ত্রী শইকিয়া গর্গ

কি বললেন শইকিয়া গর্গ ?

author-image
Debjit Biswas
New Update
zubeene-ezgif.com-effects

নিজস্ব সংবাদদাতা : দোষী প্রমাণিত হলে অভিযুক্তকে চরম শাস্তি দেওয়া উচিত,আজ জুবিনের মৃত্যুর বিচার চেয়ে ঠিক এমনটাই দাবি করলেন জুবীন গর্গের স্ত্রী শইকিয়া গর্গ। এর পাশাপাশি বিচার ব্যবস্থার ওপর নিজের আস্থার কথাও প্রকাশ করেছেন তিনি। 

তিনি বলেন,''যদি কেউ ভুল কিছু করে এবং সে দোষী প্রমাণিত হয়, তবে সেই ব্যক্তিকে চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত। জুবিনের বিচার পাওয়া উচিত। কারণ এটি অন্য কোনও সাধারণ ব্যক্তির মামলা নয়, এটি জুবিনের মামলা। জুবিনের বিচারের জন্য যা যা করার প্রয়োজন, তার সবকিছুই করা উচিত।"

zubeene-ezgif.com-effects

এরপর আইনের প্রতি আস্থা রেখে তিনি বলেন,''সরকার যা সিদ্ধান্ত নিয়েছে এবং যেসমস্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সঠিক পথে এগোচ্ছে। আমার আইনি ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। তারা সঠিক কাজটিই করবেন।''