জুবিনের মৃত্যুর পর জীবনের লক্ষ্য কি ? কি জানালেন জুবিনের স্ত্রী সাইকিয়া ?

এখন জীবনের লক্ষ্য কি সাইকিয়ার ?

author-image
Debjit Biswas
New Update
download - 2025-09-24T182437.923

SAIKIA

নিজস্ব সংবাদদাতা : জুবিনের মৃত্যুর পার তার জীবনের সবথেকে বড় লক্ষ্য কি ? এবার সকলের সামনেই এই প্রশ্নের উত্তর দিলেন জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ। তিনি দাবি করেন,তার জীবনের এখন মূল লক্ষ্য হল তার স্বামীর অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করা। বিশেষ করে, যে চলচ্চিত্রটিতে তারা একসঙ্গে কাজ করছিলেন এবং যা আগামী ৩০শে অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল, সেটি শেষ করা। 

zubeen

এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,''আমার জীবনের এখন মূল উদ্দেশ্য হল সেই চলচ্চিত্রটিকে সম্পূর্ণ করা, যা নিয়ে আমরা কাজ করছিলাম, এবং যেটি ৩০শে অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল।"

এরপর তিনি বলেন,''আগামীকাল থেকেই আমরা আবার এই বিষয়টি নিয়ে কাজ করা শুরু করব। আমি সেইসমস্ত কাজই করব যা তিনি করতে চেয়েছিলেন এবং বর্তমান তরুণদের নিয়ে তার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাব।"