New Update
/anm-bengali/media/media_files/mNRnchNeCD3sUmRBL5vi.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। এমন অবস্থায় বাংলাদেশের সাথে সব রকম যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়েছে। যারা ভোজনবিলাসি তাদেরও পাতে এবার নিরাশাই পড়তে চলেছে।
/anm-bengali/media/post_attachments/b7d9f48409e12652e33eb8747a481c0c6821e04d4a1f8f259781f6855d5052d3.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, রপ্তানিতেও বাধা পড়েছে। যার ফলে তা প্রভাব পড়তে পারে মাছে ভাতে বাঙালির পাতে। জানা গিয়েছে যে, এবার পুজোর আগে বাজারে দেখা নাও মিলতে পারে মাছের রাজা ইলিশের। তাই কার্যত চিন্তায় রয়েছে মাছ বিক্রেতারা।
/anm-bengali/media/post_attachments/f5a144b8ff7bd33a8baf55832e6f1f2c3ea91633150421f8ff42e3e166f1186b.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গত বছর বাংলাদেশ থেকে ভারতে চালান এসেছিল প্রায় ৩৩০০ মেট্রিক টন ইলিশ মাছ। এ বছর সেই জোগানের থেকেই হয়তো চালাতে হতে পারে মাছ ব্যবসায়ীদের।
/anm-bengali/media/post_attachments/914db4499feedf83163dd17d448d426fcfc2ea006874ba295d805a274ea822d4.jpg?w=640&h=431&cc=1&webp=1&q=75)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us