‘কেন্দ্রের পরিবর্তনের শুরুটা হবে রাজ্য থেকেই!’

নির্বাচন নিয়ে প্রথম থেকেই ভীষণ আশাবাদী কংগ্রেস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sachin pilot

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে চলছে বিধানসভা নির্বাচন। নির্বাচন নিয়ে প্রথম থেকেই ভীষণ আশাবাদী কংগ্রেস। কংগ্রেসকে ভরসা করে মানুষ, এমনটা আগে বহুবার দাবি করেছেন হাত শিবিরের শীর্ষ নেতৃত্বরা। ফলে ভোট নিয়ে আশাবাদী প্রত্যেকেই। আবার অন্যদিকে, এবার পাশা বদলাবে বলে দৃঢ়তার সাথে দাবি করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। আর এই দুই টানাপোড়েনের মধ্যেই চলছে নির্বাচন।

এদিন এই ভোটের বিষয়ে, টঙ্ক থেকে কংগ্রেস প্রার্থী শচীন পাইলট বলেন, “রাজ্যে জোরালো ভোট চলছে। গত ১০ বছর ধরে কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে। মানুষ বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি দেখছে। মানুষ কেন্দ্রেই পরিবর্তন চায়। আর তাতে রাজ্যে ভোটের ফলাফলে লাভবান হবে কংগ্রেস”।

hiren