BREAKING: জার্মানিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ ! নিজের অভিজ্ঞতার কথা জানালেন বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর

কি টুইট করলেন বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর ?

author-image
Debjit Biswas
New Update
S JAISHANKAR.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার জামার্নিতে প্রবাসী ভারতীয়দের সাথে সাক্ষাৎ করার পর নিজের অভিজ্ঞতার কথা জানালেন বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর। আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,''আজ জার্মানিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক সুন্দর সাক্ষাৎ হলো। আমি ভারত ও জার্মানির এই অংশীদারিত্বে তাঁদের অবদানের প্রশংসা করি। আজ তাঁদের ‘ইন্ডিয়া স্টোরি’ সমগ্র বিশ্বের সামনে তুলে ধরতে এবং ভারত-জার্মানি সম্পর্কের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে, সহযোগিতার আহ্বান জানালাম।''

jaishankar