BREAKING: মানবতার জন্য ভয়ঙ্করতম হুমকি সন্ত্রাসবাদ ! জাতি সংঘে বড় দাবি করলেন জয়শঙ্কর

কি বললেন এস. জয়শঙ্কর ?

author-image
Debjit Biswas
New Update
S JAISHANKAR.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ জাতি সংঘের সদর দপ্তরে, ‘দ্য হিউম্যান কস্ট অফ টেররিজম’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে, সন্ত্রাসবাদ প্রসঙ্গে এক বড় মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন,''সন্ত্রাসবাদ মানবতার জন্য সবচেয়ে ভয়ঙ্করতম হুমকিগুলির মধ্যে একটি। এটি জাতি সংঘের মূল আদর্শগুলির সম্পূর্ণ পরিপন্থী।”

jin s jaishankar.jpg

এরপর তিনি বলেন,''যখন কোনও দেশের প্রধান,নিজেই তার প্রতিবেশী দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দেয় এবং সন্ত্রাসবাদের মাধ্যমে নানান বেআইনি কাজকর্ম পরিচালনা করে, তখন এই অন্যায়ের মুখোশ টেনে সরিয়ে তা সবার সামনে প্রকাশ করা ভীষণ জরুরি হয়ে পরে।''