বিশ্বজুড়ে তৈরী হওয়া অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগে ভারত ! বড় মন্তব্য করলেন জয়শঙ্কর

কি বললেন এস. জয়শঙ্কর ?

author-image
Debjit Biswas
New Update
S JAISHANKAR.jpg

নিজস্ব সংবাদদাতা : বিশ্বজুড়ে তৈরী হওয়া অর্থনৈতিক অস্থিতিশীলতা নিয়ে চরম উদ্বেগে রয়েছে ভারত। আর এবার এই বিষয়েই বেশকিছু বড় মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন,''বিগত কয়েক বছর ধরে কোভিড মহামারি, ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাত, বাণিজ্য ও বিনিয়োগের অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের চরম প্রভাবের কারণে বিশ্ব এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জগুলির  মোকাবিলায় বহুপাক্ষিক ব্যবস্থাগুলিও ক্রমশ ব্যর্থ হচ্ছে বলে মনে হচ্ছে। এত গুরুতর সমস্যাগুলি সমাধানহীন হয়ে থাকায়, তা বৈশ্বিক ব্যবস্থার ওপর যথেষ্ট প্রভাব ফেলছে।''

s jaishankar    n

এরপর তিনি বলেন,''এই সঙ্কটগুলি বিশ্ব অর্থনীতিতে এক নেতিবাচক প্রভাব ফেলছে এবং এর সমাধান একান্তই প্রয়োজন।''