/anm-bengali/media/media_files/L6MtIMhgeCTIlzDTInw4.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ গ্রিসের এথেন্সে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আজ বিশ্ব একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। তার ক্রমবর্ধমান সামর্থ্যের সঙ্গে, বিশ্বের সামনে ভারতের ভূমিকাও দ্রুত পরিবর্তিত হচ্ছে। কিছুদিন পর ভারতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জি-২০-এর সভাপতি হিসেবে ভারত যে থিম ঠিক করেছে, তা বৈশ্বিক সম্প্রীতির প্রতিফলন। এবারের প্রতিপাদ্য 'বসুধৈব কুটুম্বকম'- এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত।"
#WATCH | Athens, Greece | PM Narendra Modi says, "Today the world is heading towards a new world order. With its increasing capability, India's role before the world is also changing rapidly...A few days from now, the G20 Summit is going to be held in India. As G20 president, the… pic.twitter.com/WpfigEjj6z
— ANI (@ANI) August 25, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, "আজ ভারত এমন একটি পর্যায়ে কাজ করছে যা ১০ বছর আগে অকল্পনীয় ছিল।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us